আমরা মেরিল বলতে কি বুঝি? যদিও এইটা একটা ব্রান্ড নেম কিন্তু আমরা মেরিল বলতে পেট্রোলিয়াম জেলি ই বুঝি। এভাবে আমাদের সমাজে এরকম কিছু নাম প্রচলিত হয়ে যায় যা প্রকৃতপক্ষে রিলেটেড কিন্তু ভিন্ন জিনিস বুঝায়।
আমরা এটিএম বুথের সামনে যত নিরাপত্তা প্রহরী দেখি তারা প্রায় সবাই আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করেন। তারা কেউই ব্যাংকের চাকরি করেন না, চাকরি করেন ব্যাংক ভিন্ন কোন একটা নিরাপত্তা প্রতিষ্ঠানে। এই বিভিন্ন নিরাপত্তা প্রহরী সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ব্যাংক আউটসোর্সিং পদ্ধতিতে নিরাপত্তা প্রহরীদের নিয়ে থাকে।
একটা প্রতিষ্ঠান যখন তার কাজ তাদের প্রতিষ্ঠানের কর্মী নয় এরকম কারো মাধ্যমে করে থাকে সেটাই আউটসোর্সিং।
আর ফ্রিল্যান্সিং বলতে, মুক্ত পেশা যেমন আজকাল যারা রাইড শেয়ারিং সার্ভিস গুলো দিয়ে থাকেন, তারা ফ্রিল্যান্সিং করেন। এক্ষেত্রে ঐ রাইড শেয়ারিং সার্ভিস প্রদানকারী ব্যাক্তি নির্দিষ্ট কিছু নিয়মের মধ্যে তার ইচ্ছে মত এই সার্ভিস দিয়ে থাকেন। কারণ ঐ ব্যাক্তি চাইলে নিয়ম করে প্রতিদিন ৮ ঘন্টা / ৫ ঘন্টা বা ২ ঘন্টা এই সার্ভিস দিতে পারেন বা তিনি চাইলে সকাল সন্ধ্যা ও এই সার্ভিস দিতে পারেন বা কোনদিন ইচ্ছে হলে তিনি সার্ভিস না ও দিতে পারেন। এই যে কাজ করার তার স্বাধীনতা এইটাই ফ্রিল্যান্সিং।
কিন্তু আমরা আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলতে কি বুঝি? এ মিলিয়ন ডলার কুয়েশ্চন 😄😄 (ডলার এর কথা না বললে ভাব আসতেছিল না)
আসলে আমরা আউটসোর্সিং/ ফ্রিল্যান্সিং মানেই বুঝি যে, বিদেশি কাজ অনলাইনে করে ডলার ইনকাম করা 😄😄। এটাকে অনেকে এভাবেও বলে যে ফ্রিল্যান্সিং মানেই ডলার ইনকাম করা।
এজন্য সবার একটা ধারণা হয়ে গেছে তারা যদি ফ্রিল্যান্সিং করতে পারে তাহলেই তারা বিশাল অংকের ডলার ইনকাম করতে পারবে আর রাতারাতি স্বাবলম্বী হয়ে যাবে।
তাছাড়া সরকারের লারনিং এন্ড আরনিং একটা প্রযেক্টকেও অনেকেই দায়ী করে থাকেন কারণ এই প্রযেক্ট এ মাত্র ৩ বা ৬ মাসেই লার্ন এন্ড আর্ন(ডলার 😋) এর কথা বলে এর বিজ্ঞাপন প্রচার করে।
এসব কারণে ফ্রিল্যান্সিং অর্থ আর কেউ মুক্তপেশা মনে করেন না। আউটসোর্সিং মানেও কেউ আউটসোর্সিং বুঝেন না, বুঝেন এইটা জাস্ট একটা টাকা কামানোর টার্ম।
ফ্রিল্যান্সিং এর সৌন্দর্য হল এতে কেউ তার যোগ্যতা বা সময় অনুযায়ী কাজ বেছে নিতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে।
এখন যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদের অবশ্যই এব্যাপারে ভালো করে জানতে হবে, আর যারা বিদেশের বিভিন্ন কাজ ফ্রিল্যান্সিং পদ্ধতিতে করতে চান তাদের তো আরও অনেক বেশি কিছু জানতে হয়। কাজ জানার পাশাপাশি যে দেশের কাজ করতে চান সেই দেশের মানুষের ভাষা ও বুঝতে হয়। কিন্তু উল্টো যদি ফ্রিল্যান্সিং মানে শুধু কেউ এটাই বুঝে যে ফ্রিল্যান্সিং মানেই ডলার ইনকাম করা তাহলে আসলেই তাদের দ্বারা ফ্রিল্যান্সিং(ডলার ইনকাম🙄🙄) সম্ভব কি না তা ভাবার বিষয়।